News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৯, ১৯ নভেম্বর ২০২৫

সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোরও ওয়াদা প্রয়োজন: সিইসি

সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোরও ওয়াদা প্রয়োজন: সিইসি

এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের নয়, রাজনৈতিক দলগুলোকেও জাতির কাছে ওয়াদাবদ্ধ থাকতে হবে।

বুধবার (১৯ নভেম্বর) সকালেই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুরুতে তিনি এ কথা বলেন।

নাসির উদ্দিন বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও ভোটে বড় ভূমিকা রাজনৈতিক দলগুলোর। দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনকে অতিরিক্ত চাপ নিতে হয় না।”

তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনের প্রত্যাশা, সব রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি মেনে চলবে।

আরও পড়ুন: পোস্টাল ব্যালট: কোন দেশে কবে অ্যাপে নিবন্ধন?

এ সময় তিনি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন। “আশা করছি সব দল নিজ নিজ কর্মীদের মাধ্যমে ভোটারদের ভোটকেন্দ্রে আসার জন্য উৎসাহিত করবে,” যোগ করেন সিইসি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়