২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ
ছবি: সংগৃহীত
দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
মঙ্গলবার (১৮ নভেম্বর) এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে পরাজিত করে স্মরণীয় এক জয় তুলে নেয় জামাল ভূঁইয়াদের দল।
গত দুই দশকে প্রতিপক্ষ ভারতকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ। শেষবার শিলংয়ে মুখোমুখি হলে ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছিল। তবে এবার দুর্দান্ত নৈপুণ্যে অপেক্ষার সেই হতাশা দূর করে ইতিহাস রচনা করেছে লাল-সবুজরা।
ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। বাঁ দিক থেকে রাকিব হোসেনের ক্রস ধরে ডি-বক্সে ঢুকেই সূক্ষ্ম টোকার মাধ্যমে বল জালে পাঠান মিডফিল্ডার শেখ মোরছালিন। জাতীয় দলের জার্সিতে এটি তার সপ্তম আন্তর্জাতিক গোল।
প্রথম ১০ মিনিটে বল দখলে এগিয়ে থাকা বাংলাদেশ এরপরও কয়েকটি দারুণ পাল্টা আক্রমণ সাজায়। অপরদিকে ভারত কিছু সুযোগ তৈরি করলেও তা ঠেকিয়ে দেন মিতুল মারমা ও ডিফেন্সের খেলোয়াড়রা।
২৭ মিনিটে ইনজুরিতে মাঠ ছাড়েন ডিফেন্ডার তারিক কাজী। তার বদলি হিসেবে নামা শাকিল আহাদ তপু রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপরে, ভারতের এক আক্রমণে গোলের সামনে ভুল করেছিলেন মিতুল, তবে বিপদমুক্ত করেন হামজা চৌধুরী। ভারতের ক্রস থেকে আসা বলটি অসাধারণ হেডে ক্লিয়ার করেন তিনি।
৩৪ মিনিটে তপু বর্মণ ও ভারতের বিক্রমের মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাতাহাতির ঘটনায় দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
প্রথমার্ধে আরও কিছু সুযোগ নষ্ট করে ভারত। শেষ পর্যন্ত মোরছালিনের একমাত্র গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। লাল-সবুজদের রক্ষণদেয়াল ছিল অনবদ্য, বিশেষ করে মিতুল ও হামজার ধারাবাহিক প্রতিরোধে সমতায় ফিরতে ব্যর্থ হয় ভারত।
আরও পড়ুন: বিশ্বকাপের টিকিট পেল ৩২ দল
এই জয়ের ফলে পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের তিন নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের শেষ বাছাই ম্যাচ খেলবে দল।
নিউজবাংলাদেশ.কম/এসবি








