‘হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের পতনের মুহূর্তটি দেশের বরেণ্য রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদ দেখতে না পারা জাতির জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে মওদুদ আহমদ রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, ব্যারিস্টার মওদুদ নিষ্ঠা ও গবেষণার সঙ্গে ইতিহাস চর্চা করেছেন। তার রাজনৈতিক জীবনে বিতর্ক বা সমালোচনা থাকতে পারে, তবে ইতিহাস লিখন বা বিশ্লেষণে তার যোগ্যতা প্রশ্নাতীত।
মওদুদ আহমদ এমন একজন রাজনীতিবিদ, যাকে ইতিহাসের বিচারে সমালোচনা করার সুযোগ খুব কম, মত প্রকাশ করেন বিএনপি মহাসচিব।
আরও পড়ুন: হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে স্বৈরশাসনের কবর রচনা হয়েছে: ফখরুল
তিনি বলেন, মওদুদ ছিলেন রাজনীতির এক ‘বিচিত্রধর্মী পুরুষ’। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক অবস্থানে অবস্থান নিলেও প্রতিটি সিদ্ধান্তে ছিল গণতন্ত্রে ফেরার পথ খোঁজার প্রচেষ্টা।
ফখরুলের ভাষায়, আপাদমস্তক তিনি ছিলেন একজন গণতান্ত্রিক নেতা। গণতন্ত্রের পুনরুদ্ধারের পথ বের করতেই তিনি বারবার অবস্থান বদলেছেন। এটিই তার মূল্যায়নের প্রকৃত মানদণ্ড।
বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, ঠিক এই সময়ে ব্যারিস্টার মওদুদের মতো মানুষের বিশেষ প্রয়োজন ছিল—যিনি দিশা দেখাতে পারতেন, পথ নির্দেশনা দিতে পারতেন।
আমরা একটি অস্থিরতার মধ্যে বাস করছি। এই পরিস্থিতি থেকে উত্তরণের শিক্ষক হতে পারতেন মওদুদ আহমদ। তিনি ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি—এটাই সবচেয়ে দুঃখজনক, বলেন তিনি।
বিএনপির মহাসচিব আরও বলেন, যে তরুণ প্রজন্ম ‘ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে উদ্ধার করেছে’, তাদের জন্য মওদুদ আহমদের লেখনী হবে মূল্যবান দলিল। তার বই, গবেষণা ও রাজনৈতিক অভিজ্ঞতা ভবিষ্যতের পথচলায় তরুণদের অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন ফখরুল।
নিউজবাংলাদেশ.কম/পলি








