News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩১, ১৮ নভেম্বর ২০২৫

ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২০ জন

ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২০ জন

ফাইল ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২০ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৩ জনে।

এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম মঙ্গলবার বিকেলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে একজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।

নতুন আক্রান্ত রোগীদের ভর্তির বিভাগভিত্তিক বিবরণ অনুযায়ী বরিশাল বিভাগে ১৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১৬ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪৭ জন, ঢাকা উত্তর সিটিতে ২১১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫১ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৫ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২ জন, সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০ জন। 

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৩৩৯, হাসপাতালে ভর্তি ১০০৭

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ৮৩,৫৯৭ জন।

সর্বমোট হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ৮৬,৯২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজনন স্থান নির্মূল করা, সময়মতো চিকিৎসা গ্রহণ করা এবং সচেতনতা বৃদ্ধিতে সবাইকে গুরুত্ব সহকারে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়