আনসার বাহিনীতে যোগ হবে ১৭ হাজার শটগান: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি
আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শটগান কেনা হবে এবং এগুলো স্বল্প মূল্যে সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা কেনা নিয়েও আলোচনা চলছে। স্বচ্ছ প্রক্রিয়ায় কেনা নিশ্চিত করা হবে। আগে ৪০ হাজার বডি ক্যামের কথা বলা হলেও সংখ্যা কমানো হবে।
তিনি আরও জানান, রোজার আগেই চাল ও গম আমদানি করা হবে। এলসি খোলায় বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় হয়েছে। রোজায় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এখন থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বেচবে না কেন্দ্রীয় ব্যাংক
ড. সালেহউদ্দিন বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন করা হবে এবং কক্সবাজার–দোহাজারি রেল প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে।
আইএমএফ -এর বিষয়ে তিনি বলেন, নতুন কোনো শর্ত চাপায়নি সংস্থাটি; বরং চলমান কাজগুলোতে তারা সন্তুষ্ট।
নিউজবাংলাদেশ.কম/এসবি








