News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫১, ১৮ নভেম্বর ২০২৫

ঢাকায় ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি

ঢাকায় ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি

ফাইল ছবি

গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ডিএমপির উপপুলিশ কমিশনার ও মুখপাত্র তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতি মাসে গড়ে প্রায় ২০টি হত্যা সংঘটিত হয় রাজধানীতে। বেশির ভাগ ঘটনার রহস্য উদঘাটন হয়েছে বলেও দাবি করেন তিনি।

পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ডিএমপি মুখপাত্র জানান, ঘটনাটি নিয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যায় জড়িত বাকি দুইজনকে গ্রেপ্তার করা গেলে মূল তথ্য উঠে আসবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে ৬৭৮ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

উপপুলিশ কমিশনার আরও বলেন, এ ঘটনায় কিবরিয়ার পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়