News Bangladesh

শিক্ষা ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৪, ১৮ নভেম্বর ২০২৫

১৬৫ উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম শুরু

১৬৫ উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম শুরু

ফাইল ছবি

দেশের ১৬৫ উপজেলায় সোমবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, এই কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়ন নিশ্চিত করা হবে।

মহাপরিচালক বলেন, স্কুল ফিডিং প্রকল্প ২০২৭ সাল পর্যন্ত দেশের নির্বাচিত ১৫০ উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩১ লাখ শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচ কর্মদিবসে পুষ্টিকর খাবার প্রদান করবে। খাদ্য তালিকায় রয়েছে ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমী ফল, বনরুটি, সিদ্ধ ডিম ও ইউএইচটি দুধ।

খাদ্য সরবরাহের পরিকল্পনা অনুযায়ী, মোট এনার্জির ২৫.৯ শতাংশ, মাইক্রোনিউট্রিয়েন্টের ৩২.২ শতাংশ, প্রোটিনের ১৬.৪ শতাংশ এবং ফ্যাটের ২১.৭ শতাংশ নিশ্চিত করা হবে।

আরও পড়ুন:স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও, ডিসি ও তাদের প্রতিনিধি

শামসুজ্জামান আরও বলেন, স্কুল ফিডিং কার্যক্রম শিক্ষার্থীদের স্কুলমুখী করবে, লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি করবে এবং খেলাধুলা, সংগীত, বিতর্ক ও বক্তৃতার মাধ্যমে মানসিক ও চারিত্রিক বিকাশে সহায়তা করবে। নিয়মিত স্কুলে উপস্থিতির ফলে শিক্ষার্থীরা শৃঙ্খলার মধ্যে আসে, নৈতিক ও সামাজিক বিকাশ ঘটে এবং মেধাবিকাশে সহায়তা হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়