News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:২৪, ১৭ নভেম্বর ২০২৫

পল্লবীতে ৭ গুলিতে যুবদল নেতা নিহত

পল্লবীতে ৭ গুলিতে যুবদল নেতা নিহত

গোলাম কিবরিয়া। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সেকশন–১২ এলাকার বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে দোকানে বসে থাকা অবস্থায় তিন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে দোকানের ভেতরে ঢুকে তার মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে টানা সাত রাউন্ড গুলি করে পালিয়ে যায়। 

ঘটনাস্থল থেকেই সাতটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে দোকানে বসে থাকা গোলাম কিবরিয়ার ওপর একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালায়। তারা মোটরসাইকেলযোগে এসে দ্রুত দোকানের ভেতরে ঢুকে কাছ থেকে গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করে। হামলার সময় দোকানপাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মিরপুর–১ ও মৌচাকে ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক রাত সাড়ে ৭টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা কিবরিয়াকে মৃত ঘোষণা করেন। কে বা কারা তাকে গুলি করেছে তা এখনো পরিষ্কার নয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান এবং রাত আটটার দিকে মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, নিহত ব্যক্তি পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন। দুর্বৃত্ত কারা, কী উদ্দেশে তাকে হত্যা করা হয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনাটি তদন্তে মাঠে নেমেছে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থা। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছেন গোয়েন্দারা।

হত্যাকাণ্ডের পর পল্লবী–মিরপুর এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। রাজনৈতিক সহকর্মীরা দোষীদের দ্রুত গ্রেফতার এবং বিচার দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় টহল জোরদার করেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়