News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৬, ১৭ নভেম্বর ২০২৫

‘শেখ হাসিনার রায়ে জনমনে আতঙ্ক নেই’

‘শেখ হাসিনার রায়ে জনমনে আতঙ্ক নেই’

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। 

রায় ঘোষণার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনমনে আতঙ্ক সৃষ্টি হয়নি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজন হলে আবারও চিঠি দেওয়া হবে। পার্শ্ববর্তী দেশ থেকে অশান্তির উসকানি দেওয়া হলেও জনমনে আতঙ্কের কোনো প্রমাণ নেই। এখনও কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি, কিছু বিক্ষিপ্ত ছোটখাটো ঘটনা ছাড়া।

তিনি আরও বলেন, আজকের দিনকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক বা বিশৃঙ্খলা নেই। যারা রাস্তায় যাচ্ছেন বা ঘোরাফেরা করছেন, তারা নিশ্চিন্ত। বরিশাল থেকে আসার সময় মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ—এই অপেক্ষাকৃত কঠিন জেলাগুলোতেও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার মামলার রায়

শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য ভারতের সঙ্গে যোগাযোগের বিষয়ে তিনি জানান, ইতোমধ্যেই চিঠি দেওয়া হয়েছে এবং এই প্রচেষ্টা ধারাবাহিকভাবে চলবে। ফাঁসির রায়ের পরও প্রয়োজন পড়লে নতুন চিঠি দেওয়া হবে।

সিএমপি কমিশনারের ‘সন্দেহভাজনকে গুলি করা হবে’ এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, দেখা মাত্রই গুলি করা নয়। এটি সেলফ ডিফেন্সের অধিকার। প্রত্যেক নাগরিকের জন্য আত্মরক্ষার অধিকার সব দেশে স্বীকৃত।

বিক্ষোভকারী ছাত্র-জনতার দ্বারা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের আহত হওয়ার বিষয়ে তিনি বলেন, আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা আহত হয়েছেন, তারা নিজেদের প্রতিরক্ষা করছেন। তরুণদের স্কুল-কলেজে থাকার কারণে এ ধরনের কাজে অংশ না নিতে গণমাধ্যমের মাধ্যমে সতর্ক করা হবে।

প্রসঙ্গত, রায়ে অপর দুই আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়