News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৫১, ১৭ নভেম্বর ২০২৫

মিরপুর–১ ও মৌচাকে ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

মিরপুর–১ ও মৌচাকে ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

ছবি: সংগৃহীত

রাজধানীর ব্যস্ততম মিরপুর–১ ও মৌচাক এলাকায় পরপর ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই স্থানে দুর্বৃত্তদের ছোড়া ককটেলে এক রিকশাচালক আহত হয়েছেন, যদিও একটি ঘটনায় কোনো হতাহত হয়নি।

সোমবার (১৭ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় এসব বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। 

পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে মৌচাক ক্রসিংয়ে ফ্লাইওভারের ওপর থেকে কয়েকজন দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে দ্রুত সরে পড়ে। বিস্ফোরণে এক রিকশাচালক আহত হন এবং তার পায়ে আঘাত লাগে।

আরও পড়ুন: মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, রিভলভারসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর–১ নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনের রাস্তায় ফুটওভার ব্রিজ থেকে এক অজ্ঞাত ব্যক্তি দুটি ককটেল নিক্ষেপ করে। সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিনই জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ রবিবার ও সোমবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে, যার সময় রাজধানীসহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে বলে জানিয়েছে পুলিশ।

দুটি ব্যস্ত এলাকায় ধারাবাহিক বিস্ফোরণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাগুলোর কারণ ও দায়িত্বশীলদের শনাক্তে তদন্ত চলছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়