News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:২৮, ১৭ নভেম্বর ২০২৫

মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, রিভলভারসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা

মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, রিভলভারসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুর–আদাবর এলাকার নবোদয় হাউজিংয়ে একই রাতে সংঘটিত দুটি ঘটনার ফলে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ককটেল বিস্ফোরণে যুবদল নেতা আহত হওয়ার ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই রিভলভারসহ র‍্যাবের হাতে গ্রেফতার হন স্থানীয় ছাত্রলীগ নেতা। পৃথক তদন্তে নেমেছে পুলিশ ও র‍্যাব।

রবিবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের সি ব্লকের ৩ নম্বর প্লটের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আদাবর থানার ১০০ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেদুল ইসলাম রাসেল আহত হন।

আহত রাসেল জানান, তিনি প্লটের ভেতরের একটি দোকানে দাঁড়িয়ে পিঠা খাচ্ছিলেন। সে সময় রাস্তা থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে তার পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টারের আঘাত লাগে। পরে আতঙ্কে তিনি দৌড়ে নিজের অফিসে আশ্রয় নেন।

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, গভীর রাতে বিষয়টি জানতে পারলেও তখন আহত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। অভিযোগ বা মামলা দিলে তা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: ঢাকায় ছয় স্থানে ককটেল হামলা, এক পথচারী আহত

এ ঘটনার কয়েক ঘণ্টা আগে রবিবার (১৬ নভেম্বর) রাতে একই এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভারসহ মোহাম্মদপুর থানার ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. হেজবুল আলম রাজুকে গ্রেফতার করে র‍্যাব-২।

র‍্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে আদাবর থানাধীন নবোদয় হাউজিং সোসাইটি এলাকার প্রধান সড়কে বিশেষ অভিযান চালানো হয়। সেখানে অবস্থানকালে রাজুর কাছ থেকে একটি বিদেশি রিভলভার উদ্ধার করা হয়।

র‍্যাবের ধারণা, উদ্ধার করা অস্ত্রটি এলাকায় প্রভাব বিস্তার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল। রিভলভারটি জব্দ করা হয়েছে এবং রাজুকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদাবর থানায় হস্তান্তর করা হবে।

একই এলাকায় ককটেল বিস্ফোরণ ও অস্ত্রসহ রাজনৈতিক নেতার গ্রেফতারের ঘটনা স্থানীয়দের মাঝে উদ্বেগের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, দুটি ঘটনাই পৃথক তদন্তে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়