News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৯, ১৮ নভেম্বর ২০২৫
আপডেট: ০৮:৫৩, ১৮ নভেম্বর ২০২৫

হাসিনার বক্তব্য প্রচার করলে হতে পারে জেল-জরিমানা

হাসিনার বক্তব্য প্রচার করলে হতে পারে জেল-জরিমানা

শেখ হাসিনা। ফাইল ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও দণ্ডিত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। 
সোমবার (১৭ নভেম্বর)  বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু সংবাদমাধ্যম দণ্ডিত ও পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে। এসব বক্তব্যের মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার পাশাপাশি সহিংসতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড উসকে দেওয়ার বিষয় রয়েছে।

এনসিএসএ জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিদের বক্তব্য প্রচার সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর পরিপন্থী। বিশেষ করে-

ধারা ৮(২) অনুযায়ী, দেশের অখণ্ডতা, নিরাপত্তা বা জনশৃঙ্খলা বিঘ্নিতকারী কিংবা জাতিগত-ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বা সহিংসতার আহ্বানসম্বলিত ডিজিটাল কনটেন্ট অপসারণ বা ব্লক করার ক্ষমতা রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

ধারা ২৬(১) অনুযায়ী, ছদ্ম পরিচয় বা অবৈধ প্রবেশের মাধ্যমে ঘৃণা, বিদ্বেষ বা সহিংসতায় প্ররোচনা দেওয়া অপরাধ হিসেবে গণ্য হবে।

ধারা ২৬(২)-এ বলা হয়েছে, এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।

আরও পড়ুন: ‘শেখ হাসিনা ও কামালকে ফেরত পাঠাতে আবারও চিঠি দেবে বাংলাদেশ’

গণমাধ্যমগুলোকে দণ্ডিত আসামিদের সহিংসতামূলক, উসকানিমূলক বা অপরাধপ্রবণ বক্তব্য প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি আইনি দায়বদ্ধতা বিবেচনায় রাখার অনুরোধ জানিয়েছে এনসিএসএ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়