News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২১, ১৮ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ নির্বাচনে ভোট দেবেন ১২ কোটি ৭৬ লাখের বেশি মানুষ

ত্রয়োদশ নির্বাচনে ভোট দেবেন ১২ কোটি ৭৬ লাখের বেশি মানুষ

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

এর আগে গত ৩ নভেম্বর হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকা অনুযায়ী দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২৩০ জন।

চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

আরও পড়ুন: আগামী নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা

ইসি সচিব আখতার আহমেদ জানান, যারা ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ করেছেন, তারা চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। ফলে তারা আসন্ন জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন।

চূড়ান্ত তালিকা অনুযায়ী পুরুষ ভোটার বৃদ্ধির হার ২.২৯ শতাংশ এবং নারী ভোটার বৃদ্ধির হার ৪.১৬ শতাংশ। নারী ভোটারের বৃদ্ধির হার পুরুষের তুলনায় বেশি হওয়ায় নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ আরও দৃশ্যমান হবে বলে ধারণা করা হচ্ছে।

চূড়ান্ত তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশন আসন্ন জাতীয় নির্বাচন আয়োজনের পরবর্তী ধাপের কাজ শুরু করবে। 

ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, এই তালিকায় অন্তর্ভুক্ত সব ভোটারই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়