News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫২, ১৯ নভেম্বর ২০২৫

পোস্টাল ব্যালট: কোন দেশে কবে অ্যাপে নিবন্ধন?

পোস্টাল ব্যালট: কোন দেশে কবে অ্যাপে নিবন্ধন?

ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশি ও দেশে বসবাসরত ডাকযোগে ভোটদানে যোগ্য বিভিন্ন গোষ্ঠীর জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন কার্যক্রম চলছে। আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে অঞ্চলভিত্তিকভাবে সবাই নিবন্ধনের সুযোগ পাবেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

কোন দেশ/অঞ্চলের ভোটাররা কখন নিবন্ধন করবেন?

ইসির পরিকল্পনা অনুযায়ী অঞ্চলভিত্তিক ৫ দিন করে নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছে-

১৮–২৩ নভেম্বর

পূর্ব এশিয়া

দক্ষিণ আমেরিকা

আফ্রিকা

২৪–২৮ নভেম্বর

উত্তর আমেরিকা

অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ড

২৯ নভেম্বর–৩ ডিসেম্বর

ইউরোপ

৪–৮ ডিসেম্বর

সৌদি আরব

৯–১৩ ডিসেম্বর

দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া

১৪–২৩ ডিসেম্বর

মধ্যপ্রাচ্যের সৌদি আরব ছাড়া অন্যান্য দেশ

১৯–২৩ ডিসেম্বর (বাংলাদেশে বসবাসরত যোগ্য ব্যক্তি)

নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

সরকারি চাকরিজীবী

কয়েদি

বিদেশে থাকা অন্যান্য যোগ্য ভোটার

পোস্টাল ভোট কীভাবে দেওয়া হবে?

অ্যাপে নিবন্ধনের পর রিটার্নিং কর্মকর্তা আলাদা ভোটার তালিকা তৈরি করবেন।

নিবন্ধনের সময় দেওয়া ঠিকানায় পাঠানো হবে ব্যালট পেপার ও ফিরতি খাম।

আরও পড়ুন: নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা

প্রার্থিতা চূড়ান্ত হলে অ্যাপে প্রার্থীর প্রতীক দেখে ভোট দিতে হবে (ব্যালটে শুধু প্রতীক থাকবে, নাম থাকবে না)।

ভোট দিয়ে ব্যালটটি ফিরতি খামে পোস্ট অফিস বা পোস্টবক্সে জমা দিলেই তা রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে।

সব পোস্টাল ভোট সরকারি কোষাগারে সংরক্ষিত থাকবে এবং ভোটের দিন গণনা করা হবে।

১৪৩টি দেশে থাকা প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে লক্ষ্য করে প্রাথমিকভাবে ২০ লাখ ব্যালট পেপার ছাপানো হবে। ভোটারসংখ্যা বেশি হলে আরও ব্যালট ছাপানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়