News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৯, ১৯ নভেম্বর ২০২৫

রাতে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর ডিবি থেকে ছাড়া পেলো সাংবাদিক সোহেল 

রাতে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর ডিবি থেকে ছাড়া পেলো সাংবাদিক সোহেল 

মিজানুর রহমান সোহেল। ছবি: সংগৃহীত

ভোরের কাগজের অনলাইন সম্পাদক মিজানুর রহমান সোহেলকে তুলে নেওয়ার প্রায় ১০ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। 
এর আগে গতকাল মধ্যরাতের পর বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছিল। বুধবার (১৯ নভেম্বর) ভোরে স্ত্রীর জিম্মায় তাকে ছাড়া হয়।

একটি প্রতিষ্ঠানের প্যাডে সভাপতির যোগাযোগের জায়গায় ভুলবশত তার নম্বর ব্যবহার করায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ডিবি।

ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সোহেল একটি প্রতিষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন। তিনি ওই প্রতিষ্ঠানের প্যাড ব্যবহার করেন। তবে, সভাপতির সঙ্গে যোগাযোগের জায়গায় নিজের মোবাইল ফোন নম্বর দেন। নম্বরটি শনাক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছিল।

সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোরও ওয়াদা প্রয়োজন: সিইসি

ডিবির প্রধান আরও বলেন, 'পরে ওই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে যে সোহেল সভাপতি নন এবং নম্বরটি ভুলবশত দেওয়া হয়েছে।' মুচলেকা নিয়ে ভোরের দিকে তাকে তার স্ত্রীর জিম্মায় দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে আজ সকালে নিজের ফেসবুক পোস্টে মিজানুর রহমান সোহেল লিখেছেন, 'বিনা অপরাধে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ডিবি হেফাজতে থাকার পর তারা আমাকে স্বসম্মানে বাসায় পৌঁছে দিয়েছে।'

তিনি লিখেছেন, 'রাত ১২টার দিকে ডিবি প্রধান আমার সঙ্গে কথা বলবেন, এই অজুহাতে ৫/৬ জন ডিবি সদস্য জোর করে আমাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। ডিবিতে নিয়ে আসামির খাতায় আমার নাম লেখা হয়। জুতা-বেল্ট খুলে রেখে গারদে আসামিদের সাথে আমাকে রাখা হয়।'

সোহেল আরও দাবি করেন, তিনি যে প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছিলেন, তার সম্পাদক আবু সাঈদ পিয়াসকেও আটক করা হয়েছে এবং তিনি এখনো ডিবি কার্যালয়ে আছেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়