News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৭, ১৯ নভেম্বর ২০২৫

তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার

তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে নির্মিত ব্যতিক্রমধর্মী তথ্যচিত্র ‘সংকট–সংগ্রামে সাফল্য’ বৃহস্পতিবার (২০ নভেম্বর) অনলাইনে মুক্তি পেতে যাচ্ছে। এতে তার বর্ণাঢ্য জীবনের নানা দিক, রাজনৈতিক ভূমিকা, অতীত-বর্তমানের অভিজ্ঞতা এবং ভবিষ্যতের ভাবনা তুলে ধরা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) আয়োজকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলামের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত তথ্যচিত্রটিতে দেশবরেণ্য রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, বিচারপতি, মানবাধিকারকর্মী, সংগীতশিল্পীসহ বিভিন্ন অঙ্গনের ব্যক্তির মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা তারেক রহমানের ব্যক্তিজীবন, রাজনৈতিক যাত্রা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা নিয়ে মূল্যায়ন তুলে ধরেছেন।

তার জন্মদিনকে কেন্দ্র করে নির্মিত হলেও তথ্যচিত্রে তারেক রহমানের রাজনৈতিক পথচলা, সংগ্রাম, ত্যাগ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের প্রতি তার দৃষ্টিভঙ্গির বিস্তৃত চিত্র স্থান পেয়েছে।

আরও পড়ুন: শেখ হাসিনার মৃত্যুদণ্ড ন্যায়বিচারের মাইলফলক: বিএনপি

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশবরেণ্য বেশ কয়েকজন সাংবাদিক তথ্যচিত্রটির নির্মাণে যুক্ত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়