ময়মনসিংহে লোকাল ট্রেনে দুর্বৃত্তদের আগুন
ছবি: সংগৃহীত
ময়মনসিংহে লোকাল ট্রেনের একটি বগিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়েছে। এতে ট্রেনের কিছু সিট পুড়ে গেছে।
বুধবার (১৯ নভেম্বর) ভোর সোয়া চারটায় সময় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জারিয়া লোকাল ট্রেনের কোচগুলো ধোয়া-মোছার জন্য ওয়াশপিটে রাখা ছিল। দুর্বৃত্তরা গানপাউডার এবং পেট্রলজাতীয় তরল পদার্থ ব্যবহার করে আগুন লাগায়। আরএনবির সদস্যরা দ্রুত নিজেদের জ্যাকেট ভিজিয়ে আগুনের ওপর ঢেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নেভানোর পর দেখা যায়, একটি বগির কয়েকটি সিট পুড়ে গেছে এবং অন্যান্য সিটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার জন্য মিশ্রণ রাখা ছিল।
আরও পড়ুন: দারুস সালামে পরিত্যক্ত ৬ ককটেল উদ্ধার
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, “আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এর আগেই ট্রেনের ২৭ থেকে ৩২ নম্বর সিট পুড়ে গেছে। সকালে ট্রেনটি যাত্রী নিয়ে নেত্রকোনার জারিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








