শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
ছবি: সংগৃহীত
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে তারা পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানঘাঁটির মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এতে দেশের কল্যাণ, সশস্ত্র বাহিনীর উন্নতি এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
জাতীয় দিবস উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, সশস্ত্র বাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতির গর্ব। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান–পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দুর্যোগ মোকাবিলায় বাহিনীর ভূমিকা জনমানসে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে। তিনি বিশ্বাস প্রকাশ করেন যে বাহিনীর সদস্যরা অনুগত থেকে পেশাদারিত্ব ও দেশপ্রেম দিয়ে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণীতে সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারকে শুভেচ্ছা জানান। তিনি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সাম্প্রতিক গণঅভ্যুত্থান, প্রাকৃতিক দুর্যোগ, শিল্পকারখানায় নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর সহায়তার প্রশংসা করেন তিনি। গত ১৫ মাসে বাহিনীর অক্লান্ত পরিশ্রমে দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল হয়েছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
আইএসপিআর জানায়, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর তিন বাহিনীর প্রধান—সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান—নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী বিভাগে তিন বাহিনী প্রধানের সঙ্গে কুশল বিনিময় করেন। বাহিনী প্রধানরা বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।
‘সশস্ত্র বাহিনী দিবস–২০২৫’ উপলক্ষে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে ১০১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা শুভেচ্ছা স্মারক প্রদান করবেন।
এতে তিন বাহিনী প্রধানসহ বেসামরিক ও সামরিক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: ৩-৪ দিনের মধ্যে ‘গণভোট আইন’ করা হবে : আইন উপদেষ্টা
দিবস উপলক্ষে আজ বিকেল ৪টায় সেনাকুঞ্জে আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এতে প্রধান বিচারপতি, প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টারা, বিদেশি কূটনীতিক, বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








