News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৪, ২০ নভেম্বর ২০২৫

১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করতে পারছেনা বাংলাদেশ

১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করতে পারছেনা বাংলাদেশ

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান ও বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে নতুন আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যৌথভাবে প্রস্তাবটি উপস্থাপন করে; এতে ১০৫টি দেশ সহ-পৃষ্ঠপোষক হিসেবে নাম লেখায়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন প্রস্তাব গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানায়, ২০১৭ সাল থেকে প্রতি বছর গৃহীত এই প্রস্তাবে রাখাইন রাজ্যে চলমান মানবাধিকার লঙ্ঘন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর পরিকল্পিত আক্রমণ, মানবিক সহায়তা প্রবেশে বাধা এবং বাংলাদেশসহ প্রতিবেশী দেশে রোহিঙ্গাদের অব্যাহত অনুপ্রবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এ বছরের প্রস্তাবে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে— মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্পৃক্ততা আরও জোরদার করার ওপর।

প্রস্তাব গৃহীত হওয়ার পর বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ প্রতিনিধিদল সদস্য রাষ্ট্রগুলোর প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানালেও গত আট বছরে প্রত্যাবাসন ইস্যুতে শূন্য অগ্রগতির কারণে গভীর হতাশা ব্যক্ত করে।

বাংলাদেশ স্পষ্টভাবে জানায়, ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যেভাবে মানবিক দায়িত্ব পালন করা হয়েছে, তা আর দীর্ঘমেয়াদে বহন করা সম্ভব নয়।

আরও পড়ুন: পুলিশের সঙ্গে অসদাচরণ দুঃখজনক: ডিএমপি কমিশনার

বাংলাদেশের মতে, সংকটের সমাধান এখন কেবল মানবিক সহায়তা বাড়ানোর বিষয় নয়; বরং রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দৃশ্যমান আন্তর্জাতিক অগ্রগতি ও রাজনৈতিক উদ্যোগই একমাত্র কার্যকর পথ।

বাংলাদেশ প্রতিনিধি দলের বক্তব্যে তিনটি প্রধান বার্তা তুলে ধরা হয়—

  • প্রত্যাবাসন ছাড়া সংকট সমাধান সম্ভব নয়।
  • মিয়ানমারকে আন্তর্জাতিক চাপের মুখে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া দ্রুত করতে হবে।
  • রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

বাংলাদেশ মনে করে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় রাজনৈতিক ভূমিকা ছাড়া রোহিঙ্গাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তন বাস্তবে রূপ নেবে না, এবং বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক সংকট আরও দীর্ঘায়িত হবে।

জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হওয়া রোহিঙ্গা ইস্যুতে বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ অবস্থানের ইঙ্গিত দিলেও প্রত্যাবাসন প্রক্রিয়ায় আট বছরের অগ্রগতি–শূন্য বাস্তবতা বাংলাদেশকে নতুন করে সতর্ক করেছে। এখন আন্তর্জাতিক মহলের সামনে মূল প্রশ্ন—মিয়ানমারকে কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করতে তারা কতটা দৃঢ় ও সমন্বিত ভূমিকা রাখতে পারে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়