শেখ হাসিনার রায়ে বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকি, গ্রেফতার ১
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান–পরবর্তী মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটরদের উদ্দেশে ছড়িয়ে পড়া হত্যার হুমকি নিয়ে তদন্ত জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে চারজনকে শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে ভোলার লালমোহন এলাকার ২০ বছরের যুবক মো. শরীফকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশনের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা।
তিনি জানান, ডিজিটাল প্ল্যাটফর্মে বিচারকদের ছবি ব্যবহার করে হুমকি, উসকানি ও বিভ্রান্তিকর বার্তা প্রচারের অভিযোগে কয়েকটি অ্যাকাউন্ট ও পেজ দীর্ঘদিন ধরে নজরদারিতে ছিল। প্রাথমিক অনুসন্ধানে শরীফের সংশ্লিষ্টতা স্পষ্ট হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। শনাক্ত বাকি তিনজনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: এখন থেকে মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে: অ্যাটর্নি জেনারেল
গ্রেফতার হওয়া শরীফ ভোলার লালমোহন থানার ২ নম্বর ওয়ার্ডের সাতআনি এলাকার বাসিন্দা। তার বাবা মো. হারুন।
তদন্ত সূত্র জানায়, অনলাইনে প্রচারিত বেশ কিছু হুমকিমূলক পোস্ট শেয়ার ও প্রচারে তিনি সক্রিয় ভূমিকা রেখেছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিচারক, প্রসিকিউটর বা বিচারপ্রক্রিয়ায় যুক্ত যেকোনো ব্যক্তিকে হুমকি দেওয়ার ঘটনা অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে। অনলাইন নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং হুমকি বা অপপ্রচার–সংক্রান্ত যেকোনো কনটেন্ট চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত সূত্র জানায়, বিচারব্যবস্থার নিরাপত্তায় কোনো ধরনের আপস করা হবে না; যারা হুমকি দিচ্ছে বা সহায়তা করছে, সবাইকে আইনের আওতায় আনা হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








