‘অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ’
ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত কলম্বো সিকিউরিটি কনক্লেভে অংশ নিয়ে বাংলাদেশ স্পষ্ট জানিয়েছে—অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপকে ঢাকায় গ্রহণযোগ্য মনে করা হবে না। এমন অবস্থান তুলে ধরেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান।
পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ তার ভূখণ্ডে কোনো ধরনের সন্ত্রাসবাদ বা উগ্রবাদী কার্যক্রম প্রশ্রয় দেয় না এবং ভবিষ্যতেও দেবে না।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লিতে অনুষ্ঠিত এই আঞ্চলিক নিরাপত্তা সংলাপে অংশ নিয়ে ড. খলিলুর রহমান বলেন, দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ও পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদারে সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্ব রক্ষার নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: অজিত দোভালকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ ড. খলিলের
কনক্লেভে বক্তব্য দেওয়ার একদিন আগে, বুধবার, ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন পারস্পরিক উদ্বেগের বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা আলোচনাকালে অজিত দোভালকে সুবিধাজনক সময়ে ঢাকা সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। ভারতের এনএসএও এতে ইতিবাচক প্রতিক্রিয়া জানান।
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দিল্লিতে এটি বাংলাদেশি কোনো উপদেষ্টার দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইক অনুষ্ঠানে যোগ দিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান দিল্লি সফর করেছিলেন।
বিশেষজ্ঞরা বলছেন, ধারাবাহিক উপদেষ্টা-স্তরের সফর দুই দেশের নিরাপত্তা সমন্বয়কে নতুন মাত্রা দিচ্ছে। বিশেষ করে সীমান্ত অপরাধ, মানব পাচার, রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক সন্ত্রাসবাদ দমনে যৌথ উদ্যোগ জোরদারের সম্ভাবনাও বেড়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








