ব্রাজিলে কপ৩০ ভেন্যুতে অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত
দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের বেলেমে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০ -এর ভেন্যুতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) জনাকীর্ণ প্যাভিলিয়নে আগুন ছড়িয়ে পড়ার পর কয়েক হাজার প্রতিনিধিকে দ্রুত নিরাপদে বেরিয়ে যেতে হয়।
শুক্রবার (২১ নভেম্বর) বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, আলোচনার শেষ ধাপ চলছিল ঠিক তখনই আচমকা ধোঁয়া ও তাপের কারণে ভেন্যুতে হুড়োহুড়ি শুরু হয়। নিরাপত্তাকর্মীরা প্রতিনিধিদের বের হয়ে যেতে নির্দেশনা দিচ্ছিলেন এবং দমকলকর্মীরা ভেন্যুর শামিয়ানা–ঘেরা অংশে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। আতঙ্কের মুহূর্তে অনেকে চিৎকার করছিলেন, “সালিডা! সালিডা! গেট আউট!”
এতে আরও বলা হয়, আগুনের সূত্রপাত হয় বিভিন্ন দেশের প্যাভিলিয়ন জোনে- যেখানে প্রদর্শনী, আলোচনা ও বিভিন্ন আয়োজন চলছিল। তবে ঠিক কোন স্থান থেকে আগুন শুরু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
দ্য গার্ডিয়ান জানায়, কপ সভাপতির দফতরের একটি সূত্র জানিয়েছে যে স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে কোনও আহতের খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অ্যামাজন অঞ্চলের পুরোনো বিমানবন্দরের জায়গায় নির্মিত এই বিশাল তাঁবু–ভিত্তিক ভেন্যুতে প্রতিদিন হাজারো মানুষের চলাচল থাকে।
আরও পড়ুন: শুক্রবার মামদানির সঙ্গে দেখা করবেন ট্রাম্প
হঠাৎ অগ্নিকাণ্ডের কারণে সম্মেলনের আলোচনাও ব্যাহত হয়। আয়োজকেরা জানিয়েছেন, পরিস্থিতি স্থিতিশীল হলে কার্যক্রম পুনরায় শুরু করা হবে।
প্রসঙ্গত, দুই সপ্তাহব্যাপী এই বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বিশ্বের নানা দেশ থেকে হাজার হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। সম্মেলনের আনুষ্ঠানিক শেষ দিন শুক্রবার (২১ নভেম্বর), তবে প্রয়োজনে সময় বাড়ানো হতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








