৫টি জরুরি অগ্রাধিকার বাস্তবায়নে বিএনপির পরিকল্পনা ঘোষণা
স্ত্রী জোবায়দা রহমান ও মেয়ে জাইমা রহমানের সঙ্গে তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে পাঁচটি জরুরি বিষয়কে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) নিজের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ উদ্যোগের কথা তুলে ধরেন।
তারেক রহমান বলেন, ডিজিটাল দুনিয়া মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্ক পর্যন্ত গভীর প্রভাব ফেলছে। বাংলাদেশও এর বাইরে নয়।
তিনি উল্লেখ করেন, নতুন প্রজন্মের জন্য সুযোগ যেমন বেড়েছে, তেমনি হুমকিও বহুগুণে বৃদ্ধি পেয়েছে।
নারীদের প্রতিদিনের জীবনে হয়রানি, ভয়ভীতি, হুমকি, বিদ্বেষ, বুলিং ও সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটা সেই বাংলাদেশ নয়, যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। নারীরা অবশ্যই নিরাপদ অনুভব করবেন—অনলাইনে বা অফলাইনে, ঘরে বা বাইরে, ব্যক্তিগত জীবনে বা কর্মক্ষেত্রে।
আরও পড়ুন: তারেক রহমানের ৬১তম জন্মদিনে বিএনপির আড়ম্বরহীন কর্মসূচি
বিএনপি যে পাঁচটি অগ্রাধিকার বাস্তবায়ন করতে চায় তা হলো:
- জাতীয় অনলাইন নিরাপত্তা ব্যবস্থা: নারীদের জন্য সহজ অভিযোগ জানানোর সুযোগ, ২৪/৭ হটলাইন, অনলাইন পোর্টাল ও প্রশিক্ষিত প্রতিক্রিয়াদাতা। বড় প্রযুক্তি প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বয়ে বাংলা ভাষায় কনটেন্ট মডারেশন উন্নত করা।
- নারীদের জন্য সুরক্ষা প্রোটোকল: সাংবাদিক, কর্মী, শিক্ষার্থী বা কমিউনিটি নেত্রীদের জন্য স্পষ্ট নির্দেশিকা, দ্রুত আইনি ও ডিজিটাল সহায়তা এবং গোপন রিপোর্টিং চ্যানেল।
- ডিজিটাল নিরাপত্তা শিক্ষা: স্কুল-কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাস্তবভিত্তিক শিক্ষা, প্রশিক্ষিত শিক্ষককে ‘সেফটি ফোকাল পয়েন্ট’ হিসেবে নিয়োগ এবং বার্ষিক সচেতনতামূলক ক্যাম্পেইন।
- কমিউনিটি পর্যায়ে প্রতিক্রিয়া: হেল্প ডেস্ক, নিরাপদ গণপরিবহন রুট, উন্নত রাস্তার আলো এবং ট্রমা-সংবেদনশীল প্রতিক্রিয়াদাতা।
- নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ বৃদ্ধি: নেতৃত্ব প্রশিক্ষণ, মেন্টরিং নেটওয়ার্ক এবং শিশু যত্ন সুবিধা বাড়িয়ে নারীদের পূর্ণ সম্ভাবনা অনুযায়ী অবদান রাখার সুযোগ তৈরি।
তারেক রহমান বলেন, রাজনীতি, ধর্ম, জাতিসত্তা বা লিঙ্গ নির্বিশেষে নারীরা নিরাপদ, সমর্থিত ও ক্ষমতায়িত হলে বাংলাদেশকে আর থামিয়ে রাখা যাবে না।
তিনি আহ্বান জানান, আমরা সবাই মিলে আমাদের কন্যাদের জন্য, আর আগামী প্রজন্মের জন্য সেই ভবিষ্যৎ গড়ে তুলি।
নিউজবাংলাদেশ.কম/পলি








