News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:২০, ১৯ নভেম্বর ২০২৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন রোগী ৭৮৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন রোগী ৭৮৮

ফাইল ছবি

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগ বাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে এবং ৭৮৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বুধবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দৈনিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, ঢাকা বিভাগে (সিটি এলাকার বাইরে) ১৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৬ জন, খুলনা বিভাগে (সিটি এলাকার বাইরে) ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি এলাকার বাইরে) ৫৪ জন, রাজশাহী বিভাগে (সিটি এলাকার বাইরে) ৮৮ জন এবং সিলেট বিভাগে (সিটি এলাকার বাইরে) ৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২০ জন

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ৩ জন রাজশাহী বিভাগের, ২ জন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং ১ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জনে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ হাজার ৭১২ জন। এ সময়ের মধ্যে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৪ হাজার ৫৭০ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৪০ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬০ শতাংশ নারী। এর তুলনায় গত দুই বছরের পরিসংখ্যানে দেখা যায়, ২০২৪ সালে ডেঙ্গুতে মৃত্যুবরণ করেন ৫৭৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১,০১,২১৪ জন। এর আগের বছর ২০২৩ সালে মৃত্যু হয় ১,৭০৫ জনের এবং আক্রান্ত হয়ে চিকিৎসা নেন ৩,২১,১৭৯ জন।

বিশেষজ্ঞরা বলছেন, অতীত দুই বছরের তুলনায় চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতি অপেক্ষাকৃত নিয়ন্ত্রিত হলেও এখনো প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক রোগী ভর্তি হচ্ছেন। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে নগর এলাকায় উৎসস্থল ধ্বংস, আবাসিক ভবন পরিষ্কার রাখা এবং ব্যক্তিগত সতর্কতা বাড়ানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়