News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৮, ১৯ নভেম্বর ২০২৫

দেশজুড়ে মোবাইল দোকান বন্ধ ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের

দেশজুড়ে মোবাইল দোকান বন্ধ ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের

ছবি: সংগৃহীত

সারা দেশে মোবাইল ফোন বিক্রির দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। 

বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, সুমাশটেকের প্রধান নির্বাহী ও অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আবু সাঈদ পিয়াসকে গতরাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নিয়ে গেছে। 

তারা বলেন, পিয়াসকে আজকের (বুধবার) মধ্যে মুক্তি না দিলে এমবিসিবি দেশব্যাপী “কঠোর আন্দোলনে” নামবে এবং প্রয়োজনে “দেশ অচল করে দেওয়া হবে”।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল গভীর রাতে মিরপুর-১ এলাকার বাসা থেকে আবু সাঈদ পিয়াসকে নিয়ে যায় ডিবি।

আরও পড়ুন: বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণবাজারে নতুন উত্থান

পিয়াসের স্ত্রী সুমাইয়া চৌধুরী জানান, রাত ৩টার দিকে ডিবি পরিচয়ে কয়েকজন তার স্বামীকে নিয়ে যায় এবং তার মোবাইল ফোনটিও জব্দ করে।

পিয়াসের পরিবারের একজন সদস্যও তাকে ডিবি নিয়ে যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমবিসিবি নেতারা বলেন, সেক্রেটারি পিয়াসকে তুলে নেওয়ার প্রতিবাদে আজ থেকে দেশজুড়ে সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ থাকবে। বক্তারা আরও জানান, পিয়াসকে নির্ধারিত সময়ের মধ্যে ফেরত না দিলে তারা আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দিলে আমরা সারা দেশে কঠোর আন্দোলনে নামব। প্রয়োজন হলে দেশ অচল করে দেব।

স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের অন্যতম বড় প্ল্যাটফর্ম এমবিসিবির এই ঘোষণা রাজধানীসহ সারাদেশে তাৎক্ষণিক প্রভাব ফেলতে শুরু করেছে। ব্যবসায়ীরা জানান, পিয়াসকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে তারা দীর্ঘমেয়াদি আন্দোলনে যাবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়