News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৪১, ২৩ নভেম্বর ২০২৫
আপডেট: ২১:৪১, ২৩ নভেম্বর ২০২৫

ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে বিএনপি: তারেক রহমান

ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে বিএনপি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা চালু করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইমাম ও খতিব সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, ‘হীন দলীয় স্বার্থে ইসলামিক স্কলারদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে। এমন স্বার্থান্বেষী ব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা ডেকে আনতে পারে।’ সমাজে ভিন্নমত যেন ফিৎনা সৃষ্টি না করে, সেদিকে আলেম-ওলামাদের সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।

তিনি আরও বলেন, ‘ইমাম-মুয়াজ্জিনদের বাইরে রেখে দেশে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।’

আরও পড়ুন: খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে আগামী নির্বাচনে আলেম-ওলামাদের সমর্থন কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়