News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৩৯, ২১ নভেম্বর ২০২৫
আপডেট: ১৯:৪৪, ২১ নভেম্বর ২০২৫

ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

ফাইল ছবি

স্বল্প দিব্যপ্রবণ ভূমিকম্পে রাজধানীর পাশাপাশি সারাদেশে ভবন ধস এবং অন্যান্য দুর্ঘটনায় প্রাণহানির সংবাদ পাওয়া যাওয়ার পর, গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

শুক্রবার (২১ নভেম্বর) তিনি দুঃখপ্রকাশ করে বলেন, এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সঙ্গে বিএনপি সম্পূর্ণ একাত্মতা বজায় রাখে।

তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে প্রবল ভূমিকম্পে মানুষের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাভিভূত। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমি ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সংহতি ও সহানুভূতি প্রকাশ করছি। 

তিনি মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া চেয়েছেন, যেন নিহতদের পরিবার এবং আহতদের দ্রুত শোক উত্তরণের শক্তি দান করা হয়।

তার বিবৃতিতে আতঙ্ক ও ক্ষয়ক্ষতির প্রসঙ্গেও সরকারের ভূমিকা তুলে ধরা হয়েছে। 

তারেক রহমান বলেন, সরকার যদি পূর্ব থেকেই সতর্ক থাকে, দুর্যোগ ব্যবস্থাপনার মান উন্নত করা যেত এবং মানুষের সুরক্ষা আরও কার্যকরভাবে নিশ্চিত করা যেত। 

আরও পড়ুন: ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

তিনি বলেন, বাংলাদেশের মানুষ প্রাকৃতিক বিপদে সবসময়ই দৃঢ়তা দেখিয়ে এসেছে এবং এবারের ঝড়ঝাপট ও ক্ষয়ক্ষতিও তারা উত্তরণ করতে সক্ষম হবে।

পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার সকালে মাত্র ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদীর নিকটে। 

 সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন — ঢাকায় ৩ জন, নরসিংদীতে ২ জন এবং নারায়ণগঞ্জে ১ জন। 

আহতের সংখ্যা “শতাধিক” পর্যন্ত রিপোর্ট করা হয়েছে এবং বেশ কিছু ভবন ও গৃহে ফাটল দেখা দিয়েছে। 

তারেক রহমান বিশেষ করে নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি দান করার জন্য দোয়া করেছেন। 

এছাড়া, তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং উল্লেখ করেছেন, বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়