মেকানিজম করে ক্ষমতায় আসার জন্য মানুষ জীবন দেয়নি: সাদিক কায়েম
ছবি: নিউজবাংলাদেশ
জুলাই-আগস্টের আন্দোলনে অসংখ্য মানুষ জীবন উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগ ছিল আগের মতো ক্ষমতা দখলের মেকানিজম বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য নয়। যারা এ ধরনের কৌশল অবলম্বন করে ক্ষমতায় আসতে চাইবে, তাদের পরিণতি হবে পতিত আওয়ামী লীগ সরকারের মতো—এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি আবু সাদিক কায়েম।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে যশোরের ঝিকরগাছা বিএম হাই স্কুল মাঠে ঝিকরগাছা-চৌগাছা আসনের জামায়াত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের নির্বাচনী সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, যারা জোর-জবরদখল, সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে ক্ষমতা দখল করতে চাইবে, তরুণ সমাজ তাদের মেনে নেবে না। ডাকসু, জাকসু, রাখসু, চাকসুসহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতোমধ্যেই তার জবাব দিয়েছে। বর্তমান তরুণরা অন্যায় সহ্য করবে না, যেকোনো অন্যায় তারা প্রতিরোধ করবে।
তিনি জামায়াত-শিবিরের নারী ও পুরুষ কর্মীদের উদ্দেশে বলেন, আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। যেন কোনো গোষ্ঠী সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে ভোটকেন্দ্র দখল করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: ঢাকায় ভূমিকম্পে হেলে পড়েছে ভবন, উদ্ধারে ফায়ার সার্ভিসের ২ ইউনিট
সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ও শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বিশেষ অতিথি ছিলেন ডাকসুর ক্রীড়া সম্পাদক ও ঝিকরগাছার কৃতি সন্তান আরমান হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের জামায়াত প্রার্থী ও সাবেক ভিপি এডভোকেট আব্দুল কাদের, যশোর শার্শা-১ আসনের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, ঝিকরগাছা উপজেলা সেক্রেটারি নজরুল ইসলাম খান, উপজেলা নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা কর্ম পরিষদের সদস্য অধ্যাপক মশিউর রহমান, অধ্যক্ষ দ্বীন ইসলাম, জেলার তারবিয়াত সদস্য অধ্যাপক আনোয়ার হোসাইন, জেলা কর্ম পরিষদের সূরা সদস্য অধ্যাপক আসাদুল আলম, ঝিকরগাছা পৌর আমির আব্দুল হামিদ এবং চৌগাছা উপজেলা আমির গোলাম মোর্শেদ।
সমাবেশে ঝিকরগাছা-চৌগাছাসহ পার্শ্ববর্তী উপজেলা থেকে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








