News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩২, ২১ নভেম্বর ২০২৫

ভূমিকম্পে রাজধানীসহ ৪ জেলায় নিহত ৭, আহত দুই শতাধিক

ভূমিকম্পে রাজধানীসহ ৪ জেলায় নিহত ৭, আহত দুই শতাধিক

ছবি: সংগৃহীত

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭ রিখটার স্কেল, উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী এলাকা। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, এর মাত্রা ৫.৫।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং দুইশতাধিক মানুষ আহত হয়েছেন।

  • ঢাকা

ঢাকার পুরনো শহর বংশাল ও আরমানিটোলা এলাকায় সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে।

বংশাল কসাইটুলীতে একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন রাফিউল ইসলাম (মিটফোর্ড মেডিকেল কলেজের শিক্ষার্থী), হাজী আব্দুর রহিম (৪৭) ও মেহরাব হোসেন রিমন (১২)।

আরমানিটোলা এলাকায় একটি আটতলা ভবনের পাশে দেয়াল ও কার্নিশ থেকে ইট ও পলেস্তারা খসে পড়ে। এতে পথচারী ও ক্রেতা আহত হন। ফায়ার সার্ভিসের আগমনের আগে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যান, চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

ঢাকায় ভূমিকম্পের প্রভাবে আরও কিছু ভবনে ফাটল দেখা গেছে।

  • নারায়ণগঞ্জ

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় দেয়াল ধসে এক নবজাতক মারা যায়। মৃত নবজাতকের নাম ফাতেমা, তার বয়স এক বছর। একই ঘটনায় নবজাতকের মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন।

স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ভূমিকম্পের শক্তি নিয়ে বিশেষজ্ঞদের ভয়াবহ তথ্য

  • গাজীপুর

কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে গাছ থেকে পড়ে সুজিত দাস (৩৮) নিহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাদেরগাঁ জামে মসজিদের দুটি গম্বুজ ধসে গেছে। নমনির্মিত চারতলা স্কুলে ফাটল দেখা দিয়েছে।

  • নরসিংদী

নরসিংদীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ও উঁচু ভবন থেকে হুড়োহুড়ি করার সময় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ওমর (১২) এবং কাজেম আলী ভূঁইয়া (৭৫)। জেলার ছয়টি উপজেলায় শতাধিক মানুষ আহত হয়েছেন।

জেলা প্রশাসক ও পুলিশ জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

প্রভাব ও জরুরি ব্যবস্থা

ঢাকার বিভিন্ন এলাকায় নিম্নমানের ভবন ও দেয়ালে ফাটল দেখা যাওয়ার পাশাপাশি নির্মাণাধীন ও পুরনো ভবনের ঝুঁকিপূর্ণ অংশ ধসে মানুষের জীবনহানি ঘটেছে।

দেশের বিভিন্ন জেলায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

জেলা প্রশাসন ও পুলিশ তৎক্ষণিকভাবে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতাল ও মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। সাধারণ জনগণকে আতঙ্কিত না হয়ে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার খুব কাছাকাছি হওয়ায় এর প্রভাব বেশি পড়েছে। 

বিশেষজ্ঞরা বলছেন, পুরনো ও নিম্নমানের ভবনে অতিরিক্ত সতর্কতা নেওয়া জরুরি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়