আজকের ভূমিকম্প আমাদের জন্য বড় সতর্কবার্তা: আহমাদুল্লাহ
শায়খ আহমাদুল্লাহ। ছবি: সংগৃহীত
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া এই ভূমিকম্পে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। কেন্দ্রস্থল নরসিংদী।
এ ঘটনাকে আল্লাহর পক্ষ থেকে “বড় সতর্কবার্তা” হিসেবে উল্লেখ করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “এভাবেই এক মহাকম্পন একদিন মহাপ্রলয়ে রূপ নেবে। ভূমিকম্পের মাত্রা আরেকটু বেশি হলে হয়তো অনেকের জীবনের শেষ দিন হতো আজ।”
তিনি আরও বলেন, “আজকের ভূমিকম্প আমাদের জন্য বড় সতর্কবার্তা রেখে গেল। আসুন, বিলম্ব না করে আল্লাহর দিকে ফেরত যাই, তাওবা করি, প্রস্তুত হই।”
ভূমিকম্পের সময় নিজের অভিজ্ঞতা জানিয়ে শায়খ আহমাদুল্লাহ লেখেন, “আমাদের বাসার জায়গাটি বেলে মাটির এলাকা। বড় ট্রাক গেলেও কেঁপে ওঠে সব। কিন্তু আজ যে ধরনের কম্পন অনুভব করেছি, জীবনে এমন ভয়াবহ কম্পন কখনো অনুভব করিনি।”
আরও পড়ুন: আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে ৫ দেশের আলেম-ওলামা
তিনি শেষ করেন এই দোয়ার মাধ্যমে- “আল্লাহ আমাদের তাওফীক দিন।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








