সৌদি আরবে মসজিদে হামলা পরিকল্পনা, দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
ছবি: সংগৃহীত
সৌদি আরবে মসজিদে হামলার পরিকল্পনা এবং সন্ত্রাসী সংগঠনে যোগদানের অভিযোগে দুই সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) সৌদি বার্তাসংস্থা এসপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দণ্ডিতরা নিরাপত্তা বাহিনীর সদস্য ও তাদের অবকাঠামোতেও হামলার পরিকল্পনা করেছিল। তবে তদন্ত-প্রতিবেদন সূত্রে স্পষ্ট করা হয়নি তারা ঠিক কবে এবং কোথায় হামলা চালানোর চেষ্টা করেছিল।
সৌদি আইন সশস্ত্র দল গঠন এবং রাজনৈতিক সংগঠনে যোগদান কঠোরভাবে নিষিদ্ধ করেছে। সরকারের বিরুদ্ধে যে কোনও ধরনের বিক্ষোভেও কঠোর বিধান রয়েছে, এবং এসব অপরাধে দণ্ডনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
আরও পড়ুন: মুসল্লিদের জন্য সুখবর: ঘনিয়ে আসছে রমজান
দেশটির কর্তৃপক্ষ এই ধরনের কার্যক্রম ঠেকাতে নিয়মিত অভিযান চালিয়ে থাকে এবং সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগের মাধ্যমে কঠোর শাস্তি প্রদান করে আসছে—যা সরকারের নিরাপত্তা নীতির অংশ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








