আচরণবিধি চূড়ান্ত হওয়ার পরই দলগুলোর সঙ্গে সংলাপ: ইসি সচিব
ইসি সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী সংলাপ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি চূড়ান্ত হওয়ার পরই সংলাপের সময়সূচি নির্ধারণ করা হবে ।
রবিবার (৯ নভেম্বর) নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
দলগুলোর সঙ্গে সংলাপ কখন হবে, এমন প্রশ্নে উত্তরে আখতার আহমেদ বলেন, সংলাপের ব্যাপারে আমরা অপেক্ষায় আছি, যে আচরণ বিধিমালাটা… প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গ্যাজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেব।
এসময় পোস্টাল ব্যালট নিয়ে তিনি বলেন, আমি মূলত একটা জিনিস শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে- আপনারা জানেন, আমাদের প্রবাসী ভোটার অ্যাপ (পোস্টাল ভোট বিডি) উদ্বোধন করতে চেয়েছিলাম ১৬ নভেম্বর। সেটা ১৬ নভেম্বরের পরিবর্তে ১৮ নভেম্বর হবে।
আরও পড়ুন: ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৫
এরই মধ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে ইসি। গণমাধ্যমে, সুশীল সমাজ, নির্বাচন বিশেষজ্ঞ, নারী প্রতিনিধিদের সঙ্গে ভোটের আলোচনা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








