News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২২:০০, ৯ নভেম্বর ২০২৫

রাজনাথ সিংয়ের মন্তব্য ভুল ও অশোভন: পররাষ্ট্র মন্ত্রণালয়

রাজনাথ সিংয়ের মন্তব্য ভুল ও অশোভন: পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি যে মন্তব্য করেছেন, সেটিকে ভুল ও কূটনৈতিক শিষ্টাচারবিরোধী বলে জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (৯ নভেম্বর) এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেন, “রাজনাথ সিংয়ের মন্তব্য আমাদের নজরে এসেছে। আমরা মনে করি, তার এ বক্তব্য ভুল, যা দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে সহায়ক নয়। একই সঙ্গে এটি কূটনৈতিক শিষ্টাচার ও সৌজন্যের প্রতিও অসম্মানজনক।”

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সম্পর্কে মন্তব্য করেন। ওই সাক্ষাৎকারটি গত শুক্রবার ফার্স্টপোস্ট প্রকাশ করে।

সেখানে রাজনাথ সিং বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে কোনো টানাপড়েন চায় না, তবে ড. ইউনূসকে বক্তব্যে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন: আসন্ন জাতীয় নির্বাচন দেশের জন্য মাইলফলক: সিইসি

বাংলাদেশ সরকার এ মন্তব্যকে অপ্রয়োজনীয় ও অনাকাঙ্ক্ষিত বলে মনে করছে বলে সূত্র জানিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়