আসন্ন জাতীয় নির্বাচন দেশের জন্য মাইলফলক: সিইসি
সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ভিডিওবার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রবিবার (৯ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ওই ভিডিওবার্তায় তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।
সিইসি বলেন, “একদিকে বিশ্ববাসী যেমন এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে, অন্যদিকে দেশের মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। আমাদের তরুণ প্রজন্ম, বিশেষ করে যারা প্রথমবারের মতো ভোট দেবে, তাদের আগ্রহ আমাদের কাছে আশাব্যঞ্জক।”
আরও পড়ুন: রাজধানীতে ১ লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা আ. লীগের, গ্রেফতার ২৫
জনগণকে ভোটাধিকার প্রয়োগে আহ্বান জানিয়ে নাসির উদ্দিন আরও বলেন, “আপনার ভোটই আপনার শক্তি। নিজের ভোট দিন এবং অন্যদেরও ভোট দিতে উৎসাহিত করুন।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








