News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৭, ৯ নভেম্বর ২০২৫
আপডেট: ১৭:৫৭, ৯ নভেম্বর ২০২৫

সেনা সদস্য প্রত্যাহারের খবর গুজব: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেনা সদস্য প্রত্যাহারের খবর গুজব: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরানো হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ সংক্রান্ত যা ছড়িয়েছে, তা সম্পূর্ণ গুজব। সেনা সদস্য প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

আরও পড়ুন: তারেক ৫২২ ঘণ্টা অনশন করলেও কিছু করার নেই: ইসি সচিব

তিনি আরও বলেন, আওয়ামী লীগের লকডাউন বা শাটডাউনের কর্মসূচি নিয়ে সরকার উদ্বিগ্ন নয়। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তা নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়