News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১২, ৯ নভেম্বর ২০২৫

শেয়ার বিক্রিতে সময় দিল বিএসইসি

শেয়ার বিক্রিতে সময় দিল বিএসইসি

ছবি: সংগৃহীত

কার্যকারিতা শিথিল করে নতুন মার্জিন ঋণ বিধিমালা গেজেট আকারে জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নতুন বিধিমালায় যেসব শেয়ার ঋণযোগ্য নয়, সেগুলো বিক্রির জন্য ছয় মাস থেকে এক বছর সময় দেওয়া হয়েছে। নতুন বিধিমালা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে বিনিয়োগকারীরা পরিবর্তনগুলো মানিয়ে নিতে সহনীয় সময় পায়।

এ প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিধিমালা জারির আগে বিনিয়োগকারীরা কিছুটা অস্বস্তিতে ছিলেন। কারণ, কম নন-মার্জিন হওয়া শেয়ার বিক্রি করে ঋণ সমন্বয়ে চাপ তৈরি হওয়ার আশঙ্কা ছিল। তবে এখন সেই ভয় কাটিয়ে উঠেছে।

নতুন নিয়ম অনুযায়ী, ৫ লাখ টাকার কম বিনিয়োগে কেউ মার্জিন ঋণ বা শেয়ার কেনার জন্য ঋণ পাবেন না। যদি কেউ এর আগে ঋণ নিয়ে থাকেন, তবে এক বছরের মধ্যে বিনিয়োগ ৫ লাখে উন্নীত করতে হবে। এছাড়া যাদের বিনিয়োগ ১০ লাখের কম, তারা নিজস্ব বিনিয়োগের সর্বোচ্চ ৫০ শতাংশ ঋণ হিসেবে নিতে পারবেন।

আরও পড়ুন: সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে

নতুন বিধানমতে, ঋণগ্রহীতার পোর্টফোলিওতে নিজস্ব বিনিয়োগ মূল্য ৫০ শতাংশে নামলেই ‘ফোর্স সেল’ বা বাধ্যতামূলক শেয়ার বিক্রি হবে। এর আগে ৭৫ শতাংশে নামলেই ‘মার্জিন কল’ করা হতো। ঋণদাতা চাইলে শেয়ার বিক্রি করে ঋণ অনুপাত বজায় রাখতে পারবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়