News Bangladesh

ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৫, ২৫ অক্টোবর ২০২৫
আপডেট: ১৩:০৫, ২৫ অক্টোবর ২০২৫

ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা

ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত

সৌদি কর্তৃপক্ষ নতুন নির্দেশনা জারি করেছে, যাতে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে প্রবেশের আগে যাত্রীদের বাধ্যতামূলকভাবে রিটার্ন টিকিট থাকতে হবে। এই নিয়ম বিশ্বের সব দেশ ও সকল ধরনের ভিসাধারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

খালিজ টাইমসের প্রতিবেদনে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক সাঈদ মিরানের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। তিনি জানিয়েছেন, দুবাই বিমানবন্দর থেকে চেক-ইন করার সময় রিটার্ন টিকিট না থাকায় বাধা পড়ে। পরে আধা ঘণ্টা সময় নিয়ে তিনি রিটার্ন টিকিট কেটে চেক-ইন করতে সক্ষম হন।

আরও পড়ুন: নরওয়েতে ইসলামোফোবিয়া মোকাবিলায় ডিজিটাল প্ল্যাটফর্ম চালু

আমিরাতের ট্রাভেল অপারেটররা জানিয়েছে, এ নিয়মের উদ্দেশ্য হলো ওমরাহ যাত্রীদের ভ্রমণের তারিখ নিশ্চিত করা। সব ধরনের ভিসা ও বিশ্বের যেকোনো দেশের নাগরিকদের জন্য এই রিটার্ন টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়