News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৬, ২৫ অক্টোবর ২০২৫
আপডেট: ১১:৩১, ২৫ অক্টোবর ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপি প্রতিনিধি দল বৈঠকে

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপি প্রতিনিধি দল বৈঠকে

ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।

শনিবার (২৫ অক্টোবর) সকালেই জাতীয় সংসদ ভবনের এলাকায় জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এ বৈঠকে হচ্ছে।

দলটির প্রতিনিধি দলে আছেন- সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। বৈঠকে তারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এর আইনি ভিত্তি এবং সনদ সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন।

উল্লেখ্য, ১৭ অক্টোবর অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপির কোনো সদস্য উপস্থিত ছিলেন না। তখন দলটি তিনটি শর্ত দিয়েছিল—সনদের চূড়ান্ত টেক্সট ও গণভোটের প্রশ্ন জনগণের কাছে প্রকাশ করা, গণভোটের রায় অনুযায়ী নোট অব ডিসেন্ট কার্যকারিতা না রাখা এবং নির্বাচিত সংসদকে সংবিধান সংস্কারের ক্ষমতা প্রদান।

আরও পড়ুন: সাম্প্রতিক সংঘাত বিশ্বকে অনিশ্চয়তার মুখে ফেলেছে: ড. ইউনূস

এনসিপি আশা করছে, তাদের শর্ত বাস্তবায়ন হলে তারা ৩১ অক্টোবরের আগে সনদে স্বাক্ষর করবেন এবং নির্বাচনী কার্যক্রম শুরু হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়