News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৬, ২৪ অক্টোবর ২০২৫

পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপে বাংলাদেশের নিন্দা

পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপে বাংলাদেশের নিন্দা

ফাইল ছবি

ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে সম্প্রতি একটি খসড়া আইন অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট ‘নেসেট’। তথাকথিত ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ আরোপের নামে এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার (২৪ অক্টোবর) এক সরকারি বিবৃতিতে এই নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করছে যে, পূর্ব জেরুজালেমসহ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশে ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েল পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে দখলদারিত্ব অব্যাহত রাখছে, যা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাব রেজুলেশন ২৩৩৪-এর সুস্পষ্ট লঙ্ঘন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, তেল আবিবের এই পদক্ষেপের মাধ্যমে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জবরদস্তিমূলক ‘সার্বভৌমত্ব’ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে—যা আন্তর্জাতিক মানবিক বিধানের পরিপন্থী।

বিবৃতিতে বাংলাদেশ জানায়, গত ২২ অক্টোবর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) কর্তৃক প্রদত্ত পরামর্শমূলক অভিমত (Advisory Opinion)-কে ঢাকা স্বাগত জানিয়েছে।

ওই অভিমতে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে ইসরায়েলের বাধ্যবাধকতাগুলো তুলে ধরা হয়। আইসিজে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, সাধারণ জনগণের বিরুদ্ধে ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ।

আরও পড়ুন: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র: নতুন রাষ্ট্রদূত

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই অভিমত আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আরও সুস্পষ্ট অবস্থান নিতে উৎসাহিত করবে।

সরকারি বিবৃতিতে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে যে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার একমাত্র পথ হলো দুই রাষ্ট্রভিত্তিক সমাধান—যা জাতিসংঘের প্রস্তাবসমূহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর সংযুক্তিকরণবিষয়ক খসড়া আইন পাসের পর বিশ্বের বিভিন্ন দেশ এটির কঠোর নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, আরব লীগ ও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই পদক্ষেপকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার জন্য ‘বিপজ্জনক বাধা’ বলে অভিহিত করেছে।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ইসরায়েলের এই একতরফা পদক্ষেপ শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকেই হুমকির মুখে ফেলছে না, বরং এটি আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞার বহিঃপ্রকাশ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়