টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে নারী-শিশুসহ ৪৪ জিম্মি উদ্ধার
ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফে সংঘবদ্ধ মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী ও শিশুসহ ৪৪ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পাচার ও মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাদের পাহাড়ি এলাকায় আটক করে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কোস্ট গার্ডের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতভর অভিযান চালিয়ে এবং শুক্রবার (২৪ অক্টোবর) ভোররাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিপাড়া পিরিচভাঙা পাহাড় থেকে জিম্মিদের উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, উদ্ধার অভিযানে নারী ও শিশুসহ মোট ৪৪ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। অভিযানের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য কোস্ট গার্ডের হেফাজতে নেয়া হয়েছে।
তিনি আরও জানান, টেকনাফের কেরনতলী কোস্ট গার্ড স্টেশনে আজ বিকেল ৩টা ৩০ মিনিটে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে, যেখানে পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরা হবে।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচার চক্রের আস্তানায় বিজিবির অভিযান, ৬ জিম্মি উদ্ধার
কোস্ট গার্ড চট্টগ্রাম পূর্ব জোনের এক কর্মকর্তা বলেন, মানব পাচারকারীরা মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে ভুক্তভোগীদের পাহাড়ি এলাকায় আটকে রেখেছিল। পাচারকারীরা পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে শারীরিক নির্যাতনও চালাত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, উদ্ধারকৃতদের প্রয়োজনীয় খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তা সহায়তা প্রদান করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত পাচার চক্রের সদস্যদের গ্রেপ্তার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি সংস্থাটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাহারছড়া এলাকায় সাম্প্রতিক সময়ে মানব পাচারকারীদের সক্রিয়তা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। কোস্ট গার্ডের এ অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরলেও পাচার প্রতিরোধে আরও কঠোর নজরদারির দাবি উঠেছে।
কোস্ট গার্ডের এক কর্মকর্তা বলেন, মানব পাচার ও মুক্তিপণ আদায়ের মতো অপরাধ দমনে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পাচার চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








