News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০০, ২৪ অক্টোবর ২০২৫

নির্বাচনে আ. লীগের অংশ নেওয়ার সুযোগ নেই: প্রেস সচিব

নির্বাচনে আ. লীগের অংশ নেওয়ার সুযোগ নেই: প্রেস সচিব

প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মাগুরা-ঢাকা রোডের নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, “নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও কাজ শুরু করেছে। বর্ষা শেষ হলে পাড়া-মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে।”

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি আরও বলেন, “গুম ও হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।”

‘না ভোট’ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “যেখানে একজন প্রার্থী থাকবেন, সেখানেও না ভোট হবে। এটি আরপিওতে (RPO) উল্লেখ আছে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর কেউ নির্বাচিত হতে পারবে না।”

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, “তারা টাকার বিনিময়ে নির্বাচন করেছে, ভোট কারচুপি করেছে। এবার আর তা ঘটবে না। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।”

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল

শফিকুল আলম আরও বলেন, “জুলাই শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে, যাতে তাদের ত্যাগ জাতি ভুলে না যায়।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়