News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৪৭, ২২ অক্টোবর ২০২৫

সেন্টমার্টিনে রাতযাপন-নিষেধসহ পরিবেশবান্ধব ১২ নতুন নির্দেশনা

সেন্টমার্টিনে রাতযাপন-নিষেধসহ পরিবেশবান্ধব ১২ নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত

সেন্টমার্টিন দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সরকার ভ্রমণ সংক্রান্ত নতুন ১২টি নির্দেশনা জারি করেছে।

বুধবার (২২ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। 

প্রজ্ঞাপনটি প্রণীত হয়েছে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’-এর ধারা ১৩ অনুযায়ী প্রণীত ‘সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব পর্যটন নির্দেশিকা, ২০২৩’-এর (এস.আর.ও নং-১৬৫-আইন/২০২৩, তারিখ: ২৩ মে ২০২৩) আলোকে।

প্রজ্ঞাপনের মূল নির্দেশনাগুলো হলো:

  • অনুমতি ছাড়া নৌযান চলবে না: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো নৌযান সেন্টমার্টিনে চলাচল করতে পারবে না।
  • অনলাইন টিকিট বাধ্যতামূলক: পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে। প্রতিটি টিকিটে থাকবে ট্রাভেল পাস ও কিউআর কোড। কিউআর কোড ছাড়া টিকিট নকল বলে গণ্য হবে।
  • ভ্রমণের সময়সূচি নিয়ন্ত্রিত: দ্বীপে ভ্রমণ ও পর্যটক প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে।
  • নভেম্বরে শুধু দিনভ্রমণ: নভেম্বর মাসে পর্যটকরা কেবল দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন; রাত্রিযাপন নিষিদ্ধ।
  • ডিসেম্বর ও জানুয়ারিতে সীমিত রাতযাপন: নির্দিষ্ট সীমিত সংখ্যক পর্যটক রাতযাপন করতে পারবেন।
  • ফেব্রুয়ারিতে পর্যটন বন্ধ: ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
  • দৈনিক পর্যটক সীমা: প্রতিদিন সর্বাধিক দুই হাজার পর্যটক দ্বীপে প্রবেশ করতে পারবেন।
  • রাতে আলো ও উচ্চ শব্দ নিষিদ্ধ: সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দে গান বাজানো বা বারবিকিউ পার্টি সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
  • জীববৈচিত্র্য রক্ষার নির্দেশ: কেয়া বনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা বিক্রয়, সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক-ঝিনুকসহ অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ।
  • মোটরচালিত যানবাহন নিষিদ্ধ: সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ যেকোনো মোটরচালিত যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।
  • পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ: নিষিদ্ধ পলিথিন, চিপসের প্যাকেট, প্লাস্টিক চামচ, স্ট্র, সাবান ও শ্যাম্পুর মিনিপ্যাক, ৫০০ ও ১০০০ মিলিলিটারের প্লাস্টিক বোতল বহন করা নিষিদ্ধ।
  • নিজস্ব ফ্লাস্ক ব্যবহার: পর্যটকদের পুনঃব্যবহারযোগ্য পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পরিবেশ মন্ত্রণালয় আশা করছে, এই নতুন বিধি-নিষেধ কার্যকর হলে সেন্টমার্টিন দ্বীপের নাজুক পরিবেশ ও অনন্য জীববৈচিত্র্য সুরক্ষিত থাকবে এবং দ্বীপটি হয়ে উঠবে দায়িত্বশীল ও পরিবেশবান্ধব পর্যটনের উৎকৃষ্ট উদাহরণ।

উল্লেখ্য, পরিবেশবান্ধব ভ্রমণ বাস্তবায়ন বিষয়ে মন্ত্রণালয়ে গত মঙ্গলবার এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এতে উপস্থিত ছিলেন সচিব ড. ফারহিনা আহমেদ, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি, ই-টিকেটিং বাস্তবায়নকারী সংস্থার প্রতিনিধি এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়