বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া সনদে সই করা হবে না: নাহিদ
ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, দলটি জুলাই সনদে কাগুজে স্বীকৃতির প্রতি বিশ্বাসী নয়; বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া সই করা হবে না। তিনি নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ও নিরপেক্ষতা প্রশ্নেরতেও উদ্বেগ প্রকাশ করেছেন।
বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন নাহিদ।
তিনি বলেন, আজকের বৈঠকে আমরা জুলাই সনদ নিয়ে কথা বলেছি। আমরা আমাদের অবস্থান সরকারের কাছে তুলে ধরেছি। জুলাই সনদের শুধু কাগুজে মূল্যে আমরা বিশ্বাসী নই। এটা বাস্তবায়ন কীভাবে হবে সেটা সম্পর্কে নিশ্চয়তা পাবার পর আমরা সই করব।
তিনি আরও বলেন, আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি। যে আদেশ ড. মুহাম্মদ ইউনূস সরকারপ্রধান হিসেবে জারি করবেন। কারণ জুলাই গণঅভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা, তার বৈধতা তার কাছে। প্রেসিডেন্ট চুপ্পুর নয়। এর আইনি ও রাজনৈতিক কারণ আমরা তুলে ধরেছি।
নাহিদ ইসলাম নির্বাচনী প্রতীক ও কমিশনের নিরপেক্ষতা নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচনে শাপলা প্রতীক কেন আমরা পাব না, সেটার আইনি ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত অন্য কোনো প্রতীক চাইব না। নির্বাচন কমিশন যদি সামান্য প্রতীক নিয়ে আমাদের সাথে ন্যায়বিচার না করে, তাহলে তাদের অধীনে নির্বাচন কখনই নিরপেক্ষ হবে না।
আরও পড়ুন: জুলাই সনদ সবাই মেনেছে, এখন চাই বাস্তবায়ন: রিজভী
তিনি নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া ও আচরণের ওপর উদ্বেগ প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া এবং বর্তমান আচরণ আমাদের নিরপেক্ষ মনে হচ্ছে না, স্বচ্ছ হচ্ছে না। কিছু কিছু দলের প্রতি পক্ষপাত লক্ষ্য করা যাচ্ছে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন। নির্বাচন সুষ্ঠু না হলে দায় সরকারের ওপর আসবে।
এনসিপির প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নের পথ এবং দেশের সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে। এ সময় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র উপদেষ্টারা কোনো দলের প্রতিনিধিত্ব করছেন না, বরং তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছেন, যদিও অন্যান্য উপদেষ্টারা কোনো না কোনো দলের রেফারেন্সে এসেছেন।
এর আগে ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর দলগুলোর অবস্থানের ভিন্নতার প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার উদ্যোগ নেন। এনসিপির পক্ষ থেকে এ বৈঠকে অংশগ্রহণ করা হয়েছে সরকারের সঙ্গে কার্যকর সমন্বয় ও পর্যবেক্ষণের জন্য।
নিউজবাংলাদেশ.কম/পলি








