News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫৫, ২২ অক্টোবর ২০২৫

সন্তান ও বিয়ের খবর একসঙ্গে দিলেন জেমস

সন্তান ও বিয়ের খবর একসঙ্গে দিলেন জেমস

ছবি: সংগৃহীত

বাংলাদেশের রক সংগীতের কিংবদন্তি মাহফুজ আনাম জেমসের জীবনে যুক্ত হলো নতুন এক আনন্দঘন অধ্যায়। চলতি বছরের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম নিয়েছে তার পুত্রসন্তান জিবরান আনাম। 

একইসঙ্গে তিনি গণমাধ্যমে জানিয়েছেন তার তৃতীয় বিয়ের খবরও। নববধূ নামিয়া আমিন—বাংলাদেশি বংশোদ্ভূত একজন মার্কিন নাগরিক।

জেমসের ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় শুরু হয় ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে নামিয়া আমিনের সঙ্গে পরিচয়ের মাধ্যমে। জানা গেছে, এটি কোনো কনসার্ট ছিল না এবং নামিয়া তখন জেমস সম্পর্কে তেমন কিছু জানতেন না। পরিচয়ের এক বছর পর, ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর থেকে তারা ঢাকার বনানীতে জেমসের বাসায় বসবাস করছেন।

নামিয়া আমিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন এবং জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন। বিয়ের পর তিনি নিজের নামের সঙ্গে ‘আনাম’ যুক্ত করেছেন।

২০২৫ সালের ৮ জুন, স্থানীয় সময় রাত ৩টা ৩৫ মিনিটে নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম নেয় জেমস-নামিয়া দম্পতির প্রথম সন্তান জিবরান আনাম। সন্তান জন্মের সময় জেমসসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর নবজাতককে নিয়ে দেশে ফেরেন তারা।

আরও পড়ুন: সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা, স্ত্রী সামিরাসহ আসামি ১১

পুত্র সন্তানের জন্মের অনুভূতি প্রকাশ করে জেমস বলেন, এই অনুভূতি বলে বোঝানো সম্ভব না, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এতটুকু বলব—আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন। 
তিনি আরও বলেন, আল্লার অশেষ কৃপায় ভালো আছি। যতদিন বাঁচি, যেন গান গেয়ে যেতে পারি। দোয়া চাই সবার কাছে। সবাই আমাকে প্রার্থনায় রাখবেন।

এর আগে জেমসের দুটি বৈবাহিক সম্পর্ক ছিল। প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রথি, যাকে তিনি বিয়ে করেন ১৯৯১ সালে। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। এই সংসারে জেমসের একটি পুত্র সন্তান দানিশ এবং একটি কন্যাসন্তান জান্নাত রয়েছে, যারা বর্তমানে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে নিজ নিজ পেশাগত জীবনে ব্যস্ত।

২০০০ সালে জেমসের পরিচয় হয় দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের সঙ্গে। এরপর আমেরিকায় গিয়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৪ সালে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে তাদের বিচ্ছেদ হয়। 

জানা যায়, বেনজীর তাদের একমাত্র কন্যাসন্তান জাহানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ডালাসে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেন, আর জেমস তার সংগীত ও দেশের প্রতি দায়বদ্ধতা থেকে দেশ ছাড়তে রাজি হননি। ফলে পেশাগত কারণে তাদের বিচ্ছেদ ঘটে।

জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন নিশ্চিত করেছেন, জেমস-নামিয়ার পরিচয় ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। নগর বাউলের তখন আমেরিকা ট্যুর চলছিল। সেই শো’তে নামিয়ার সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে, যা পরিণয়ে রূপ নেয়।

নগরবাউল জেমসের এই নতুন জীবন পর্বে তার ভক্ত-অনুরাগীদের শুভকামনা ও ভালোবাসা অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়