News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২৭, ১৫ অক্টোবর ২০২৫

ক্যাটরিনা-ভিকির নতুন ইনিংসের ইঙ্গিত

ক্যাটরিনা-ভিকির নতুন ইনিংসের ইঙ্গিত

ছবি: ইন্সটাগ্রাম

দীর্ঘ জল্পনার পরে এই তারকা জুটি তাদের নতুন অতিথি আসার খবর ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন। এমনকী প্রকাশ্যে এনেছেন বেবি বাম্পের ছবিও। তারপর থেকে ভক্তদের আগ্রহ আরও তুঙ্গে ক্যাটরিনা আর ভিকিকে নিয়ে। কবে আসবে সেই শুভদিন? দীর্ঘদিন নিরব থাকার পর এবার জীবনের নতুন ইনিংস নিয়ে মুখ খুললেন ভিকি। কবে ভূমিষ্ঠ হবে সন্তান, সেই ইঙ্গিতও দিলেন হবু বাবা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে জীবনের এই অভিনব জার্নি প্রসঙ্গে ভিকি বলেন, ‘এটা সত্যিই অনবদ্য একটা অনুভূতি। যা সত্যিই বলে বোঝানো যাবে না। এটা সত্যি বলতে সব থেকে বড় আশীর্বাদ। তাই এই সময়টা আমরা ভীষণভাবে উপভোগ করছি। আমার তো মাঝেমধ্যে মনে হচ্ছে আমরা আর বাড়ি থেকে বাইরে যেতেই পারব না।’ একইসঙ্গে সন্তান ভূমিষ্ঠ হতেও যে আর খুব বেশি দেরি নেই, সেই ইঙ্গিতও মিলেছে ভিকির কথায়।

অভিনেত্রী মুনিবা শাহকে গুলি করে হত্যা

 

ক্যাটরিনার জীবনের এই সুন্দর সময়ে তাকে অনেকটা সময় দেওয়ার চেষ্টা করছেন ভিকি। বেশিরভাগ সময়টাই এখন একসঙ্গে বাড়িতে কাটাচ্ছেন বলে জানিয়েছেন অভিনেতা। তাই আগামীতেও বেশিরভাগ সময়টাই পরিবারের সঙ্গেই কাটাতে চান ভিকি। কারণ, একরত্তির বেড়ে ওঠার কোনো মুহূর্ত চোখের আড়াল করতে চান না তিনি।

প্রসঙ্গত, অক্টোবরের শুরুতে ভিকি কৌশলের ভাই সানি জানিয়েছিলেন, এই খবরে তাদের পরিবারের সকলে একদিকে যেমন খুশি, তেমনই কিছুটা নার্ভাসও বটে। তবে এই দম্পতি শুরুতে সুখবরটি গোপন রাখলেও, ক্যাটরিনার ঢিলেঢালা পোশাক বার বার ভক্তদের মনে উসকে দিয়েছিল জল্পনা। তবে এখন শুধুই সময়ের অপেক্ষা, সে কথা বলাই যায়।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়