News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:০৩, ২২ অক্টোবর ২০২৫

ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ফাইল ছবি

ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের সব ভূমি অফিসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে সরকার। 

গত সোমবার (২০ অক্টোবর) ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, দেশের বিভিন্ন স্থানে আকস্মিক অগ্নিদুর্ঘটনা সংঘটিত হচ্ছে। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের সব উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল ও ইউনিয়ন ভূমি অফিসে এ ধরনের আকস্মিক দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।

আরও পড়ুন: ড্রাইভিং লাইসেন্স পেতে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক

উপসচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে কেবল অগ্নিদুর্ঘটনা নয়, যে কোনো ক্ষয়ক্ষতি বা বিপর্যয় প্রতিরোধ করা সম্ভব হবে। সব জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল ও ইউনিয়ন ভূমি অফিসগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ যাবতীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

চিঠির অনুলিপি সব বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং সহকারী কমিশনার (ভূমি)দেরও প্রদান করা হয়েছে।

সরকারি এই নির্দেশনার মাধ্যমে মাঠ পর্যায়ের ভূমি অফিসে নিরাপত্তা বাড়ানো এবং আকস্মিক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়