News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০১, ২২ অক্টোবর ২০২৫

যাত্রা করলো নতুন ৩টি নাগরিক সেবা কেন্দ্র 

যাত্রা করলো নতুন ৩টি নাগরিক সেবা কেন্দ্র 

ছবি: সংগৃহীত

নাগরিকদের আরও কাছাকাছি সরকারি সেবা পৌঁছে দিতে ঢাকায় বুধবার (২২ অক্টোবর) যাত্রা করলো ৩টি নতুন নাগরিক সেবা কেন্দ্র। এখন থেকে এই কেন্দ্রগুলোতে সহজে সরকারি সেবা গ্রহণ করা যাবে। 

নাগরিক সেবা কেন্দ্র, গুলিস্তান। ঠিকানা: রমনা টেলিফোন ভবন, গুলিস্তান (নগর ভবনের পাশে)। 

উদ্যোক্তা: মো. জাহিদ হাসান। 
নাগরিক সেবা কেন্দ্র, বনশ্রী। ঠিকানা: হাউস নং ১/এ, রোড ০২, ব্লক ডি, বিটিসিএল, বনশ্রী, ঢাকা। 

আরও পড়ুন: বয়স্ক ব্যবহারকারীদের স্ক্যাম থেকে বাঁচাতে নুতন ফিচার আনলো মেটা
 
উদ্যোক্তা: মোরশেদা মুক্তা
নাগরিক সেবা কেন্দ্র, মোহাম্মদপুর। ঠিকানা: প্লট-৪৭, আসাদ এভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা। উদ্যোক্তা: মোঃ মুস্তাকিম। 

এই ৩টি নতুন কেন্দ্রসহ বর্তমানে ঢাকায় ৬টি নাগরিক সেবা কেন্দ্রের (গুলশান, উত্তরা, নীলক্ষেত, গুলিস্তান, বনশ্রী ও মোহাম্মদপুর) কার্যক্রম পরিচালিত হচ্ছে। 
নাগরিকদের নিকটবর্তী কেন্দ্র পরিদর্শন করে সেবা গ্রহণ করার পাশাপাশি অভিজ্ঞতা শেয়ার করতে অনুরোধ করেছে আইসিটি বিভাগ।

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়