নতুন ইউজার ইন্টারফেস আসছে ইনস্টাগ্রামে

ছবি: ইন্টারনেট
ইনস্টাগ্রাম রিলস এবং ডিরেক্ট মেসেজের (ডিএম) জন্য নতুন ডিজাইন করা ইউজার ইন্টারফেস (ইউআই) পরীক্ষা করছে। এই পরিবর্তন নেভিগেশন এবং অ্যাপের কার্যকারিতা উন্নত করার জন্য করা হয়েছে। নতুন রিলস ইউআইতে নিচের নেভিগেশন বারটি আছে। এতে ফিড, রিলস এবং সার্চের ট্যাব দেওয়া হছে। অর্থাৎ পূর্বের সোয়াইপ-ভিত্তিক নেভিগেশনের পরিবর্তে এসেছে।
সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ডিএম-এর জন্য নতুন ফ্লোটিং অ্যাকশন বাটন যুক্ত হয়েছে। এটি নিচের ডানদিকে পাওয়া যাবে। এর মাধ্যমে নতুন মেসেজ কম্পোজ করা সহজ হয়েছে বলে জানায় সংবাদমাধ্যমটি। সম্পূর্ণ রোলআউট ধাপে ধাপে চলছে। প্রথমে সীমিত ব্যবহারকারীদের মধ্যে এই রোলআউট শুরু হয়েছে। এখন আরও বিস্তৃত গ্রুপে ছড়িয়ে পড়ছে। আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয়ং অপারেটিংয়েই ফিচারটি চালু হয়েছে। একজন টেস্টার বলেছেন, এখন রিলস এবং ফিডের মধ্যে জাম্প করা অনেক সহজ।
শাওমি ব্ল্যাকশার্ক ব্র্যান্ডের প্যাড ৭ নিয়ে এলো টেকটাইম
নতুন ইউআই নিয়ে ব্যবহারকারীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। কেউ কেউ সহজ নেভিগেশনকে পছন্দ করেছেন। আবার অনেকে ডিএম-এর পরিবর্তন নিয়ে বিভ্রান্তি প্রকাশ করেছেন। বিশেষ করে ফ্লোটিং বাটন অ্যাক্সিডেন্টালি অ্যাকটিভ হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। প্রাথমিক পরীক্ষায় ১০-১৫ শতাংশ ব্যবহারকারী ছোটখাটো সমস্যা জানিয়েছেন। তবে রিলস সেশন টাইম ৫ শতাংশ বেড়েছে।
নিউজবাংলাদেশ.কম/এমএএইচ/এনডি