News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৬, ২০ অক্টোবর ২০২৫

পর্তুগালে বসবাস করছেন ৫৫ হাজারেরও বেশি বাংলাদেশি

পর্তুগালে বসবাস করছেন ৫৫ হাজারেরও বেশি বাংলাদেশি

ছবি: সংগৃহীত

ইউরোপের অভিবাসন সাম্রাজ্য খ্যাত পর্তুগালে দিন দিন বেড়েই চলেছে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা। ২০২৪ সালের শেষ পর্যন্ত দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকের সংখ্যা পৌঁছেছে ৫৫,১৯৯ জনে। এর মধ্যে পুরুষ ৪৮,১২৮ জন এবং নারী ৭,০৭১ জন।

পর্তুগিজ অভিবাসন সংস্থা এজেন্সি ফর ইন্টিগ্রেশন মাইগ্রেশন অ্যান্ড এসাইলাম (আইমা) প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ভারত ও নেপালের পরই দক্ষিণ এশিয়ার বড় অভিবাসী উৎস দেশ হিসেবে পর্তুগিজ পরিসংখ্যানে স্থান পেয়েছে।

২০২৪ সালে নতুনভাবে দেশটিতে বসবাসের অনুমতি (রেসিডেন্স কার্ড) পেয়েছেন ১০,৮৪৮ জন বাংলাদেশি, যা ২০২৩ সালের তুলনায় সামান্য বৃদ্ধি নির্দেশ করছে। নতুন বাসিন্দাদের ৮৫ শতাংশই ১৮ থেকে ৩৪ বছরের কর্মক্ষম যুবক, যারা মূলত পর্তুগালের শ্রমবাজারে যুক্ত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ থেকে আগত নতুন অভিবাসীরা কৃষি, নির্মাণ, হসপিটালিটি এবং লজিস্টিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

আরও পড়ুন: বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করল ঐকমত্য কমিশন

পর্তুগালে বিদেশি নাগরিকের মোট সংখ্যা ২০২৩ সালের শেষে দাঁড়িয়েছে ১৫,৪৩,৬৯৭ জনে, যা ২০১৭ সালের তুলনায় প্রায় চারগুণ বেশি। দেশের মধ্যে সবচেয়ে বেশি বিদেশি নাগরিক ব্রাজিলের (প্রায় ৪,৮৪,৫৯৬ জন), এরপর ভারত, আঙ্গোলা, ইউক্রেন, কেপ ভার্দে, নেপাল, বাংলাদেশ ও অন্যান্য দেশ থেকে আসা নাগরিকেরা অবস্থান করছে। বাংলাদেশের অবস্থান মোট অভিবাসীদের মধ্যে সপ্তম।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়