News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৪, ২০ অক্টোবর ২০২৫
আপডেট: ১২:৪৪, ২০ অক্টোবর ২০২৫

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও সশস্ত্র বাহিনীর সঙ্গে বৈঠক করেছে।

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে শুরু হয়। এ বৈঠক পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। 

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ, ডিজিএফআই, এনএসআই, বর্ডার গার্ড, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, এনটিএমসি, র‍্যাব, স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

ইসির কর্মকর্তারা জানান, বৈঠকে ভোটকেন্দ্রের নিরাপত্তা, নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সংখ্যালঘু ও পার্বত্য এলাকার নিরাপত্তা, অবৈধ অস্ত্র ব্যবহার রোধ এবং নির্বাচনের সময় সশস্ত্র বাহিনীর মোতায়েন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন: এসডিজি অর্জনে মানসম্মত পরিসংখ্যান অপরিহার্য: প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কমিশন ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়